মানিকগঞ্জে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

1374

 

শাহীন তারেক,মানিকগঞ্জ  :
অতিরিক্ত দামে পণ্য বিক্রি অপরাধে মানিকগঞ্জের ২টি উপজেলার ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ (বৃহস্পতিবার) মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজার,বাঙ্গালা বাজার এবং সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম বাজার,জামশাবাজার ও বলধারা বাজারে অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। সহযোগিতা করেন ক্যাবের সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবী তুলিপসহ অন্যান কমর্কতা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ও ভোক্তাদের ক্ষয়ক্ষমতার মধ্যে রাখতে জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।