মিরর বাংলাদেশ : নারায়ণগঞ্জ ইয়াং ক্লাব ও মোঃ গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ উত্তর চাষাড়া চাঁনমারী, এডভোকেট রোড,(এস পি অফিস সংলগ্ন)২০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন,
এই সময় যুবলীগ নেতা এম ডি মিশুয়েল বলেন,
কে কী করছে তা বড় বিষয় না আপনি আমি নিজ থেকে কী করছি সেটাই হলো কথা,আমরা শুধু নারায়ণগঞ্জ এর জন্য না দরকার হলে দেশের আনাচে কানাচে অসহায় মানুষ এর জন্য কাজ করার জন্য প্রস্তুত আছি,আমরা দেশ ও জাতির জন্য কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আল্লাহই দিবেন আমাদের সবাই কে এই বিপদ থেকে মুক্তি,
আমরা চাই দেশের ধনীরাও এগিয়ে আসুক তারা যদি বাসার বাইরে আসতে ভয় পায় তাহলে কারো মাধ্যমে পৌছিয়ে দিতে পারে,
নারায়ণগঞ্জ ইয়াং ক্লাবের এস এম রিপন বলেন আর বড় লোক, নেতা,এম পি,কাউন্সিল, ও বড় বড় বিজনেস ম্যানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আর কারো কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ, আমরা সে বড় লোকদের বিবেক কে জাগ্রত করতেই একে পর এক সেচ্ছায় নিজেদের সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনে আমরা আরও কিছু করবো,শুধু সবাই কে বলবো প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনার দেওয়া ১ কেজী চাউলও হতে পারে একটা পরিবারের এক বেলা খাবার,
সময় উপস্থিত ছিলেন মোঃ গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট এর সপ্নদ্রষ্টা,যুব লীগ নেতা এম.ডি মিশুয়েল,
মোঃগোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট এর প্রতিস্ঠাতা উদ্যেক্তা,ফতুল্লা থানা যুব লীগ নেতা শেখ আক্তার হোসেন,যুবলীগ নেতা ইভান,নারায়ণগঞ্জ ইয়াং ক্লাবের
এস এম রিপন, জুনায়েদ, শামীম, সিয়াম,সাইফুল,সুমন,
শাহরিয়ার আহমেদ, কাইয়ুম,মাইন,শুভ ও হিমেল,ফয়সাল, বিপ্লব, সোহান প্রমুখ,