ছবি : এ বিএম মারুফ বিন জাকারিয়া
কামাল উদ্দিন সুমন : যে মানুষটা দু’দিন আগেও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। মানুষকে সচেতন করেছেন,মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজ সে মানুষটা প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত। ডাক্তারি রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে। নির্ভীক,সৎ,পরোপকারী,রায়পুরের গণমানুষের তরুন নেতা মারুফ বিন জাকারিয়ার জন্য দোয়া চাই। দ্রুত তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই।
নামাজ শেষে,কোরআন তেলাওয়াত করে মারুফের জন্য দোয়া কামনা করি।
অনুরোধ করি রায়পুর উপজেলা প্রত্যেকটি মসজিদে নামাজ শেষে মারুফের জন্য দোয়ার ব্যবস্থা করা হয়।
করোনা দুর্যোগে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নয়,একজন মানবিক মানুষ হিসেবে মারুফ জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে । মানুষের সেবা দিতে গিয়ে আজ সে আক্রান্ত।
রায়পুরের প্রত্যেকটি মানুষের উচিত আজ মারুফের পাশে দাঁড়ানো, তার প্রতি সহানুভূতি প্রকাশ করা,তাকে সাহস দেয়া, তার জন্য দোয়া করা।
রায়পুরের মানুষের প্রয়োজনেই মারুফের দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন। তা না হলে কে লুজি বেগম আর চানমিয়া,বেলুদের ঘর তৈরি করে দিবে, কে রাতের আধারে ঘরে ঘরে খাবার পৌঁছে দিবে। কে ছুটে চলবে রায়পুরের মানুষের সেবায় এপ্রান্ত থেকে ওপ্রান্তে । কে বলবে ভয়ের কিছু নেই মারুফ আপনাদের পাশে আছে।
হাজারো মানুষের দোয়া আর ভালোবাসায় করোনাকে জয় করে মারুফ সুস্থ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা।
মারুফের মানবিক কাজ নিয়ে মিরর বাংলাদেশে প্রকাশিত সংবাদ দেখতে নিচের লিংকে ক্লিক করুন