মিরর বাংলাদেশ : মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাইটিভির জেলা প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান এবং একই পরিবারের ৭ জনসহ নতুন ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৭ ও ৮ জুন পাঠানো নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুন্সীগঞ্জ জেলা মাইটিভির প্রতিনিধি মোহাম্মদ মোক্তার হোসেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, উপজেলার রাজানগর ইউনিয়নের একই পরিবারের ৭ জনসহ মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে সিরাজদীখানে মোট আক্রান্তের সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে এবং মোট সুস্থ হয়েছেন ৬২ জন, আর মৃত্যু হয়েছে ৩ জনের।