মুফতি আমিনীর ছেলে ইসলামী এক্যজোটের নুতন চেয়ারম্যান

847

মিরর বাংলাদেশ : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল হাসনাত আমিনী। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাওলানা আবুল হাসনাত আমিনী সর্বশেষ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটের মরহুম চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফজলুল হক আমিনীর ছেলে।

প্রসঙ্গত, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী সোমবার (১১ মে) নিজ বাসায় ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।