স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পাড়াপারের দায়ে মানিকগঞ্জে তিন নৌকার মালিককে জরিমানা করা হযেছে। এদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকে১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শিবালয় উপজেলার আরিচা ঘাট দিয়ে যমুনা নদীতে লঞ্চ এবং স্পীডবোটে যাত্রী পারাপার বন্ধ আছে। কিন্তু লোকচক্ষুর আড়ালে নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত নৌকায় করে একশ্রেণির অসাধু মাঝি এবং নৌকার মালিক যাত্রী পারাপার করছিলেন।
একারণে, আজ (রবিবার ১৭মে) বিকেলে তিনি যমুনা নদীর আরিচা ঘাট এলাকায় অভিযানে পরিচালনা করা হয়।
অভিযানকালে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রীপাড়াপাড়ের সময় নৌকার ৩ মাঝিকে আটক এবং তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নৌকার ৩ মাঝির বাড়ি পাবনা জেলার বেড়া এলাকায়। তারা পাবনার বেড়া থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে ইঞ্জিন চালিত নৌকায় যাত্রীপাড়াপাড় করে থাকেন বরে জানান তিনি।
অভিযানে শিবালয় থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।