যানজট ও মাদক নিমূলে পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা

395

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যানজট ও মাদক নিমূলে পুলিশের সাথে যৌথভাবে কাজ করবে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। এ উপলক্ষে শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রশাসনের সাথে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী।

অন্যানদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার নব-নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির, ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার, রূপকন্ঠের নির্বাহী সম্পাদক ছাত্তার আলী সোহেল, সুশীল সরকার, নজরুল ইসলাম, জিএম সহিদ, এ হাই মিলন, রাসেল আহমেদ, এস এম শাহাদাত, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, শহিদুল্লাহ গাজী, মাহবুবর রহমান ভুইয়া, নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম ও নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজী বলেন, মাদক নির্র্মূল, ইভটিজিং রোধ, পরিবহনে চাঁদাবাজি রোধ ও যানজট নিরসন সহ সকল বিষয় পুলিশের সাথে সাংবাদিকরা যৌথভাবে কাজ করবেন।