ছবি : ড.নীনা আহমেদ।
মিরর বাংলাদেশ :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন বাংলাদেশী অডিটর জেনারেল পদে নির্বাচন করে বিজয়ী হয়ে ইতিহাস রচনা করলেন।
চারদিকে যখন শুধু মৃত্যু আর স্বজন হারানোর খবর তখন বিজয় আর আনন্দের সংবাদ নিয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক ড.নীনা আহমেদ।
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া স্টেটের অডিটর জেনারল পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে প্রভাবশালী প্রার্থীকে পরাজিত করে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ড.নীনা আহমেদ নির্বাচিত হয়েছেন। গতকাল রাতে এ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান মূলধারার রাজনীতিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে এমন শীর্ষ পদে নির্বাচিত হলেন।
ড.নীনা আহমেদ এর আগে আমেরিকার সাবেক প্রেসিডন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ড. নীনা আহমেদকে প্রানঢালা অভিনন্দন। শুভ কামনা আপনার জন্য।