মিরর বাংলাদেশ : লক্ষীপুর জেলার রায়পুরের রাখালিয়া মাদবর হাট এলাকার সাবেক মেম্বার হাজী আবু জাফর পাটোয়ারী ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধায় লক্ষীপুর একটি হাসপাতালে মারা যান তিনি।এর আগে হার্টএ্যাটার্ক করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আবু জাফর পাটোয়ারী ৪নংসোনাপুর ইউনিয়নের ৪নংওয়ার্ডের নির্বাচিত সাবেক জনপ্রতিনিধি ছিলেন। তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা হোসেন পাটোয়ারী একজন দ্বীনদার কামেল ব্যাক্তি ছিলেন।
মরহুম আবু জাফর পাটোয়ারীর নামাজের জানাযা আলাউদ্দিন পাটোয়ারী বাড়ি জামে মসজিদে ও দাফন পারিবারিক কবরস্থানে হওয়ার কথা রয়েছে।