মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুর হক (রুমন রেজা )জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসাইনের তত্ত্বাবধানে বাংলাদেশের ছড়াসাহিত্য (১৯৭১-২০০০) অভিসন্দর্ভের জন্য এই ডিগ্রি লাভ করেছেন।
পরীক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুন্নবী সামাদী পিএইচডি ডিলিট।
অধ্যক্ষ রুমন রেজা ১৮ বছর দৈনিক জনকন্ঠে (১৯৯৭-২০১৫) নারায়ণগঞ্জে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।এছাড়া তিনি কাজ করেছেন আজকের কাগজ ও বাংলাবাজার পত্রিকায়ও। যুক্ত রয়েছেন চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের সঙ্গে।