মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবা সেলিম মোল্লার ছুরিকাঘাতে ছেলে সজিব মোল্লা (১৯) এর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় এঘটনা ঘটেছে। নিহত সজিব তার বাবার প্রথম স্ত্রীর পক্ষের সন্তান।
সজিবের চাচী রেহেনা জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে সেলিমের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তিনি। মাকে মারার সংবাদ পেয়ে বাড়িতে ছুটে আসেন ছেলে সজিব। বাড়িতে এসে বাবার সাথে মাকে মারার কথা বলতে গিয়েই বাবার পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
পরে ছুরি কেড়ে নিয়ে বাবা সেলিম ওই ছুরি দিয়েই ছেলে সজিবের বুকের নিচে আঘাত করে। এসময় সজিব মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী সজিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।