শরীয়তপুরে আরো ৩ জন করোনায় আক্রান্ত

656

 মিরর বাংলাদেশ:   শরীয়তপুরে নতুন করে আরও তিন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বাড়ি তিন জনই নড়িয়া উপজেলার। এ নিয়ে শরীয়তপুরে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) নতুন করে আরও তিন জনের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। এদের মধ্যে শরীয়তপুর সদরে ৩ জন, নড়িয়ায় ৫ জন, জাজিরায় ৩ জন ও ডামুড্যায় ৩ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১৪ জনের মধ্যে নড়িয়ার এক ব্যক্তি গত ৪ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। একজন বর্তমানে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ১২ জনের সবারই নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। এ পর্যন্ত ২২১ জনের নমুনা করা হয়েছে। এর মধ্যে ১৩ জন করোনা আক্রান্ত। বাকি ২০৮টি নেগেটিভ। 
জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ বলেন, নতুন করে পাওয়া তিন জন কোভিড-১৯ পজেটিভ রোগীদের সংস্পর্শে কারা এসেছিলেন। তারা কোথায় কোথায় গিয়েছিলেন দ্রুত সব খোঁজ নেওয়া হবে। তাদের থেকে আক্রান্ত হতে পারেন এমন সম্ভাব্য ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।