শাহীন তারেক, মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২২৫ টি অসহায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ করেন উপজেলা প্রশাসন।
আজ রোববার (১৯এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাফরগঞ্জ আলোকদিয়া ও তেওতা এলাকায় অসহায় পরিবারের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান , সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদির প্রমুখ।
অপরদিকে রোববার দুপুরে ওই উপজেলার শিবালয় ইউনিয়নে আরো ২০০ টি জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।