শাহীন তারেক মানিকগঞ্জ :
মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করায় প্রাইভেটকার ও দোকানে জরিমানা করেছে উপজেলা প্রশাসন
জানা গেছে,পাটুরিয়া ঘাটে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট কার এবং মাইক্রোবাসে যাত্রী বহন করায় ৩টি মাইক্রোবাসের ড্রাইভারকে জরিমানা করা হয়। এছাড়াও নিষেধাজ্ঞা অমান্যের দায়ে ২টি প্রাইভেটকার এবং ২টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং শিবালয় থানার জিম্মায় দেয়া হয়।
অপর দিকে বিভিন্ন বাজারে বিকেলে ৫টার পর দোকান খোলা রাখার দায়ে তিন দোকানীকে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনায় শিবালয় থানা পুলিশ এবং নৌপুলিশ সহযোগিতা করে। সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে এবং করোনার বিস্তার ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে এবং অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান উপজেলা প্রসাশন।