শিরীন শওকত এর কবিতা

1010

 

আমাকে ছুঁয়ে দিয়ে কখনোই তোমার সকাল টা শুরু হবেনা…!
শ্রান্ত দুপুরে কখনো তোমার ক্লান্ত মুখখানি মুছে দেয়া হবেনা আমার আঁচলে…!
চেনা অথবা অচেনা পথে হাঁটা হবেনা যুগল হাতে…!
রোমাঞ্চিত সন্ধ্যায় আলো-আঁধারিতে পাশাপাশি বসে খুঁজে দেখা হবেনা সন্ধ্যাতারা…!
রাতের নিস্তব্ধতা’য় জেগে থাকবো আমি , জানি নির্ঘুম রাত কাটবে তোমারও…!
কাঙ্ক্ষিত স্বপ্নটা , অনাকাঙ্ক্ষিত তৃষ্ণায় মিলিয়ে যাবে ভোরের করুণ আলোতে…!
না , আমার স্পর্শে থাকবে তোমার হাতখানি , না ,
তোমার স্পর্শ জুড়ে থাকবে আমার অস্তিত্ব…!
তবুও দেখো বেশ আছি আমি , হয়তো তুমি-ও…!
যদি-ও পাঁজরের প্রতিটি ভাঁজে খুব যত্নে লালিত হয় কিছু অস্বচ্ছ পারদ…! লালিত হয় এক নীল আকাশ…! লালন করি একজন ” তুমি ” কে…!
যদি-ও সেদিনের আটপৌড়ে প্রেম আজ দূর্লভ সুতোয় জড়িয়ে দূর দিগন্তে ছুটে বেড়ায় অন্য কোন নামে , তবুও দেখো বেশ আছি আমি, হয়তো
তুমি-ও…!
হাঁক-ডাক , খুনসুটি , অভিমানের বাড়াবাড়ি , নিত্য হিসেবে’র খাতাটা না হয় তোলা থাকুক…! না হয় তুলে রাখি তোমাকে নিয়ে যাপিত জীবনের রংধনু রঙের স্বপ্নকে…! বৃষ্টিস্নাত দিনে নাইবা ভিজে গেলাম শ্রাবণের অঝোর ধারায়…!
তবুও দেখো বেশ কেটে যায় দিন , হয়তো
তোমার-ও…!
দিনের প্রথম অথবা শেষ প্রহর কে ছুঁয়ে দিয়ে তোমাকে নিয়ে জানা হলোনা অজানা পৃথিবীকে…! তোমাকে নিয়ে দেখা হলোনা শুকতারা’র বুক ভরা নিশুতিরাতে’র প্রেম…! ঘুম জাগানিয়া চোখে তোমাকে নিয়ে শোনা হলোনা ঝিঁঝি পোকা’র আর্তনাদ…! যদি-ও কষ্টের অষ্টপ্রহর অব্যক্ত অনুভূতির হাতধরে কেটে যায় , তবুও বেশ কেটে যায় সময় , হয়তো-বা তোমারও…!!

লেখিকা : শিরীন শওকত, কবি ও সাহিত্যিক।