রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ads
Home বিবিধ শুভ জন্মদিন সাংবাদিক লুৎফর রহমান কাকন

শুভ জন্মদিন সাংবাদিক লুৎফর রহমান কাকন

213

মিরর বাংলাদেশ : সাংবাদিক জগতের প্রিয়মুখ দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকনের জন্মদিন আজ।

শুভ জন্মদিন প্রিয় মানুষ লুৎফর রহমান কাকন।মিরর বাংলাদেশের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা

সাংবাদিক লুৎফর রহমান কাকন ১৯৮৫ সালের ২৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। ব্যাক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের বাবা।

লুৎফর রহমান কাকন সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টাস এর পরিচালক অর্থ, ডিইউজে, বিএফইউজে, বিএসআরএফ , ডিআরইউ স্থায়ী সদস্য। এছাড়া তিনি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য।

২০১০ সালে দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হিসেবে রাজধানীতে তার সাংবাদিকতার পথচলা শুরু। এর আগে তিনি সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালিন সময়ে একাধিক জাতীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন।

লেখালেখির সাথে অনেক আগেই তার সম্পৃক্ততা। বিশেষ করে ছড়া, ছোটগল্প লেখায় তিনি বেশ আলোচিত।

এছাড়া সাহিত্য পত্রিকা আশ্রম, সাহিত্যর কাগজ এই সময়, লিটল মেঘ, যৌথ কবিতার বই, গল্পের বই লিখেছেন তিনি।

স্বজন সমাবেশ ও সুহৃদ সমাবেশের সাথে তার সম্পৃক্ততা ছিলো।

লুৎফর রহমান কাকনের পছন্দ দেশ বিদেশ ঘুরে বেড়ানো,বই পড়া,গান শোনা।