শোক সংবাদ

733

 

মিরর বাংলাদেশ : রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া)-এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা  লে: কর্নেল হালদার মোহাম্মদ গাফ্ফার, বীর উত্তম ইন্তেকাল করেছেন।

রোববার সকাল ১১.৫৫ টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজেউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ২৩ মার্চ ১৯৬৮ সালে তিনি পাকিস্তানী মিলিটারী একাডেমিতে কমিশন লাভ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। বাদ আছর সিএমএইচ মসজিদ ও কবরস্থানের মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

রাওয়ার পক্ষ হতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।