মিরর বাংলাদেশ : চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম জাফরুল হাসান দীর্ঘদিন ধরে কিডনি ও নানান রোগে চিকিৎসায় থেকে, গত ১৩ মার্চ এপোলো হাসপাতালে ভর্তি হয়েছিল। সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটে এপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন।
এদিকে জাফরুল হাসানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারের একটি শোকবার্তা দিয়েছেন। শোক বার্তায় জানানো হয়, মরহুম জাফরুল হাসান আমৃত্যু বিএনপির একজন ত্যাগী ও নিবেদিত নেতা ছিলেন। দলের জন্য তার অবদান স্বরনীয় হয়ে থাকবে। নারায়ণগঞ্জ জেলায় বিএনপি প্রতিষ্ঠার অন্যতম সদস্য ছিলেন তিনি
তার বাড়ি সিদ্ধিরগঞ্জে।এখানে তিনি বসবাস করতেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন । মৃত্যুর সময়ে বয়স ছিল ৭৩ বছর। দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।