ছবি : মরহুম মোহাম্মদ রেহান শরীফ
মিরর বাংলাদেশ : দৈনিক সমকালের ষ্টাফ ফটো সাংবাদিক সাজ্জাদ নয়নের বাবা মোহাম্মদ রেহান শরীফ (৬৫) আজ সোমবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি কয়েকমাস ধরে অসুস্থ ছিলেেন। দেওভোগ বড় জামে মসজিদ গলি নিবাসি মরহুম নূর মোহাম্মদ বেপারীর ৩য় ছেলে ছিলেন মোহাম্মদ রেহান শরীফ। তার ৫ ছেলে।
মোহাম্মদ রেহান শরীফের মৃত্যুতে মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে গভীর শোকও সমবেদনা জানানো হয়েছে । মহান আল্লাহ তায়লা তাকে জান্নাত নসীব করেন এ কামনা করা হয়।