মিরর বাংলাদেশ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর থানা ও উপজেলা যুবদলের পক্ষ থেকে সোমবার বন্দরের নৌ ঘাট, আমিন ও রুপালী এলাকায় এক হাজার মাস্ক ও বিএনপি কর্তৃক প্রকাশিত কোরোনা বিষয়ে সতর্ক বার্তা বিতরণ করা হয়। বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতা অভিযানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু ও সহ সভাপতি সানোয়ার হোসেন।
এসময় জনগনের উদ্দেশ্য নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপি জনগনের দল। তাই সরকার দলীয় নেতাকর্মীরা যখন বিলাসিতায় ব্যাস্ত তখন শত নির্যাতনের মধ্যে মরণঘাতী করোনার বিরুদ্ধে বিএনপির নেতী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়েই জনগনের পাশে এসে দাড়িয়েছি। নারায়নগঞ্জ মহানগর যুবদলের সকল ইউনিট পর্যায়ক্রমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। এসময় প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাস্ক ও লিফলেট বিতরণ কালে নেতা-কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থাতার জন্য দোয়া কামনা করেন।