সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের পিতার ইন্তেকাল

156
ছবি : সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেলের সাথে তার পিতা আব্দুর রহিম ব্যাপারী(ফাইল ছবি)
মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ টুডের বিশেষ প্রতিনিধি নিয়াজ মাহমুদ সোহেলের পিতা আব্দুর রহিম ব্যাপারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় মধ্য বাড্ডায় ছেলের বাসায় মারা যান তিনি। কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন আব্দুর রহিম ব্যাপারী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রাত সাড়ে নয়টায় কাকরাইলের কোয়ান্টামে (ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পাশে) প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল গ্রামের বাড়ি বরিশালে দ্বিতীয় জানাযা শেষে দাফন করা হবে।
নিয়াজ মাহমুদ সোহেলের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আব্দুর রহিম ব্যাপারী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মিরর বাংলাদেশে পরিবার । এক শোকবার্তায় মিরর বাংলাদেশ সম্পাদক কামাল উদ্দিন সুমন জানান,আব্দুর রহিম ব্যাপারী ইন্তেকালে মিরর বাংলাদেশ পরিবার গভীর শোকাহত । একঠিন সময়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা । এবং আব্দুর রহিম ব্যাপারীকে যেন আল্লাহ বেহেশত নসীব করেন এ কামনা করা হয়।