সাংবাদিক নেতা ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস-এর মৃত্যুতে ডিআরইউ’র শোক ও শ্রদ্ধা

242
মিরর বাংলাদেশ :
সাংবাদিক নেতা ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
 শনিবার (১৫ জুলাই ২০২৩) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই শোক ও দু:খ প্রকাশ করেন। একইসাথে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন ও কার্যনির্বাহী সদস্য এস এম মোস্তাফিজুর রহমান সুমন।
উল্লেখ্য, আজ ভোর ৪টার দিকে রাজধানীর নাখালপাড়ার বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এম এ কুদ্দুস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।