মিরর বাংলাদেশ: জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মিথুন মাহফুজ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জার্নালিস্ট ফোরাম অন মাইগ্রেশন এই স্মরণ সভার আয়োজন করে। জেএফএম দফতর সম্পাদক মাসুদ রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেএফএম-এর সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সহ-সভাপতি মোরসালিন বাবলা, শামসুদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক রবিউল হক, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দফতর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম বাদশা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল হক, কল্যাণ সম্পাদক মনজুর এ আজিজ, তথ্য ও গবেষণা সম্পাদক রেজা মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, নির্বাহী সদস্য শামসুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহিল কাফি, দৈনিক প্রবাসীর কণ্ঠের রিপোর্টার নাহিদসহ মিথুন মাহফুজের দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন বলেন, মিথুন মাহফুজ ছিলেন একজন সদালাপী মানুষ। এই সমাজে তার মতো একজন মানুষ পাওয়া কঠিন। মিথুন মাহফুজের মৃত্যুতে গণমাধ্যমের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই সংগঠন মরহুমের পরিবারের পাশে সব সময় থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় মরহুম মিথুন মাহফুজের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।