মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য,দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রাজকুমার নন্দীর বাবা দুলাল কুমার নন্দী আর নেই।
শনিবার ভোর চারটার দিকে যশোরের কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন। কয়েক বছর আগে চাকরি থেকে অবসরে যান তিনি।
শনিবার বিকেলে স্থানীয় ত্রিমোহিনী শ্মশানে সদ্য প্রয়াত দুলাল নন্দীর শেষকৃত্য সম্পন্ন হবে।
মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে প্রয়াত দুলাল কুমার নন্দীর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।