মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় পারিজাত সিটির সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ধর্ষ ছিলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা কেয়ারটেকার হান্নান হাওলাদারের নিকট থেকে প্রাইভেটকার যোগে এসে ৯ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করছে ভুক্তভোগী হান্নান। থানার এসআই নিবীরকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পারিজাত কম্বল মার্কেট এবং ইমরানের বাউলগানের ক্লাবের সামনে থেকে ৯ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, পারিজাত কম্বল মার্কেটের মালিক সমিতির টাকা নিয়ে কেয়ারটেকার মো: হান্নান হাওলাদার ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মহাসড়কে উঠলে চিটাগাং রোড মুখী একটি সাদা প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা কয়েকজন সঙ্গে থাকা টাকার কালো ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করলে গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে মো: হান্নান হাওলাদার জানান, আমি কম্বল মার্কেটের মালিক পক্ষের নগদ ৯ লক্ষ টাকা, ২২ লক্ষ টাকার চেক ও ব্যাংক জমা স্লীপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিলো। আমি টাকা নিয়ে মহাসড়কে উঠলে সাদা প্রাইভেটকার যোগে অজ্ঞাতনামা কয়েকজন এসে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চায়।,
জানা গেছে, শুধু ৯ লক্ষ টাকা নয় এর আগেও এই মার্কেটের একজন মালিক কে অপহরন করে নিয়ে মোটা অঙ্কের টাকা লুট করেছে । ওই ঘটনায় সিদ্ধিরগঞ্জ জানা য় অভিযোগ করেও কোনো সূফল পাওয়া যায়নি। পাশাপাশি এই কম্বল মার্কেটের সামনে থেকে হরহামেশাই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশের তেমন কোনো সহযোগীতা পাওয়া যায়নি বলেও জানা তিনি। মার্কেট মালিকপক্ষের দাবী, একই মার্কেটের সামনে থেকে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা দাবী জানিয়েছেন তিনি। ,
স্থানীয় সুত্র জানায়, ছিনতাইয়ের ঘটনা প্রায়ই এঘটনা ঘটে। এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে