সিনিয়র সাংবাদিক মিয়া হোসেনের বাবার ইন্তেকাল

231
Oplus_131072

মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, দৈনিক সংগ্রামের  সিনিয়র সাংবাদিক মিয়া হোসেনের বাবা মোঃ গিয়াস উদ্দিন (৭২)  ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাহি রাজিউন।

বুধবার (৫জুন ২০২৪) সকাল ১০টার দিকে নরসিংদী জেলা মনহরদী থানা চালাকচর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মরহুম মো গিয়াস উদ্দিন বেশকিছু দিন ধরে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে  চিকিৎসাধিন  ছিলেন। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তিনি  সৎ নিবেদিত পরোপকারী ছিলেন। অগনিত মানুষ তার চিকিৎসা সেবা গ্রহন করেছিলেন।

মৃত্যুকালে তিনি  ৩ ছেলে ১ মেয়েসহ অগনিত গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর মনহরদী থানার চালাকচর নিজ বাড়িতে জানাযায় শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক মিয়া হোসেনের বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মিরর বাংলাদেশ পরিবার। মরহুম গিয়াস উদ্দিনের রুহের মাগফেরাত কামনা  ও মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এ দোয়া করা হয়।