মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং ইংরেজি দৈনিক নিউ নেশনের নির্বাহী সম্পাদক সাগর বিশ্বাস আর নেই। মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২ বিকালে বাসা থেকে অফিসে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়ার পর তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাগর বিশ্বাসের মরদেহ মঙ্গলবার চট্টগ্রামে নিজ গ্রামে নেওয়া হবে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সাগর বিশ্বাসের মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।