মিরর প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের দখলকৃত সেই ১৪ বিঘা খাস জমি প্রশাসন দখলে নিয়েছে। ৫ নভেম্বর ( বৃহস্পতিবার ) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আতিকুল ইসলাম এ অবৈধ দখলমুক্ত করেন।
আতিকুল ইসলাম বলেন, গত রোববার তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। আজ সেখানে গিয়ে তারা নির্দেশনা মোতাবেক কাজ করেছে তার প্রমাণ পেয়েছি। আমরা সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে এসেছি। এরআগে, রোববার উপজেলার মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের দখলে থাকা সিমেন্ট ফ্যাক্টরির দু’পাশে ২.১১ একর, আরেকটায় ১.৮ একর, টোল প্লাজার ডান পাশে ১.২০ একর, এই মোট ৪.৩৯ একর যা প্রায় ১৪ বিঘার সমতূল্য জমি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। যেখানে ২.১১ একর রয়েছে সেখানে ৩ টা স্থাপনা ভাঙ্গলেও, বাকি একটা শক্তিশালী হওয়ায় ভেকুতে সমস্যা হয়ে যায় তাই সেদিনের মতো উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়। বাকি স্থাপনাগুলোকে ৩ দিনের মধ্যে উচ্ছেদ করার জন্য নির্দেশনা দিয়ে আসে প্রশাসন।
উল্লেখ্য, অভিযানের আগে মদিনা গ্রুপের উপব্যবস্থাপক (ল্যান্ড) মহিউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমাদের কারখানার ভেতরে সরকারি সম্পত্তি রয়েছে, এ কথা সত্য। সম্পত্তিগুলোর স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। আমাদের আবেদনে প্রশাসন কোনো সাড়া না দেওয়ার কারণে আমরা আর সামনে এগিয়ে যেতে পারিনি। প্রশাসন এখনো যদি খাসজমিগুলো আমাদের কোম্পানির নামে বন্দোবস্ত দিতে রাজি হয় তবে আমরা নিয়ম মোতাবেক সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে বন্দোবস্ত নিতে রাজি আছি।