হরিরামপুরে কর্মহীনদের খাদ্য সহায়তা দিলে মানামা প্রিন্টার্স

948

শাহীন তারেক, মানিকগঞ্জ ,

করোনা ভাইরাসের প্রার্দুভাবে যখন মানুষজন কর্মহীন হয়ে পড়েছেন তখন ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা ওয়েব প্রিন্টিং মালিক কল্যাণ সমিতির সভাপতি প্রিন্টার্স ব্যবসায়ী মোঃ ফরিদুর রহমান। শুক্রবার হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
পরে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয় ১ হাজার ২ শত পরিবারের কাছে। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল,২কেজি আলু ও ১ কেজি করে ডাল । এসময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুল হাসান পিন্টু, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজী আব্দুর রফিক ডলার, বয়রা ওযার্ড আওয়ামীলীগ সভাপতি খায়রুজ্জামান চৌধুরী, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান, তোফাজ্জল হোসেন প্রমূখ।
ঢাকা ওয়েব প্রিন্টিং মালিক কল্যাণ সমিতির সভাপতি মানামা প্রিন্টার্সের প্রোপ্রাইটার মোঃ ফরিদুর রহমান বলেন, করোনার এই মুহুর্তে সরকারের একার পক্ষে কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়া সম্ভব নয়। সরকারের পাশাপাশি বৃত্তশালীদের এগিয়ে আসতে হবে। প্রথম পর্যায়ে এক হাজার দুইশ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলেও পরবর্তীতে এই কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।