মিরর প্রতিনিধি হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কুঠিরহাট ও লেছড়াগঞ্জ বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৬ই মে) সকালে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে এবং কুঠিরহাট বাজারে লকডাউনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাপড়ের দোকান খুলে ব্যবসা করার অপরাধে চারজন দোকানদারকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল), আইনের ২৫ ধারায় অভিযুক্ত করে মোট ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন মোঃ খলিল, শেখ বাবুল মিয়া, অটল হালদার এবং আমির হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিরামপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন। লকডাউনে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।
উল্লেখ্য, একই অপরাধে গতকাল শুক্রবার (১৫মে) সকালে ঝিটকা বাজারে চার কাপড় ব্যবসায়ীকে ২০হাজার টাকা করে মোট ৮০হাজার টাকা জরিমানা করা হয়।