ছবি : হরিরামপুরে যমুমা ব্যাংক ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
জ. ই. আকাশ হরিরামপুর : করোনা ভাইরাস মোকাবেলায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যমুনা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কর্মহীন, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার (৮ মে) সকাল ১১টায় উপজেলার এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে যমুনা ব্যাংক লিমিটেডের প্রধান শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ শহিদুল ইসলাম এবং কালামপুর শাখার ডেপুটি ম্যানেজার মোঃ রাকিব হাসানের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন, দুঃস্থ ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু।
উল্লেখ্য, এ খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ সুজন কুমার সরকার, হরিরামপুর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আজিজ, বয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আমিনুর রহমান প্রমুখ।