জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজার পয়েন্টে পদ্মা নদীতে ৬০০ মন ধান নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বুধবার বিকেল ৫টার সময় ঝড়ের পরেই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ঝড়ের পর পর দেখা যায় দুটি ট্রলার আন্ধারমানিক বাজার পয়েন্ট অতিক্রম করে উজানের দিকে যাচ্চিল। ট্র্লারে অতিরিক্ত মাল (ধান) বোঝায় থাকায় প্রবল বাতাস আর ঢেউয়ে একটি ট্রলার নদীতে নিমজ্জিত হয়। অপর ট্রলারটি কােন রকমে ওপারে চরে গিয়ে আশ্রয় নেয়। ট্রলারটি ডুব ডুব অবস্থা দেখে আন্দামানিক ঘাটের উপস্থিত লোকজন ট্রলার নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। জানা যায় ট্রলারটিতে ১৫জন ধান কাটার শ্রমিক ছিল। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মাঝি জানায়, ট্রলারটিতে আমরা ১৫ জন শ্রমিক নেত্রকোণা থেকে ধান কেটে বাড়ি ফিরছিলাম। ট্রলারে প্রায় ৬০০ মণ ধান ছিল বলে তারা দাবি করেন। তাদের সবার বাড়ি টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার গাবসারা গ্রামে। দুর্ঘটনার খবর পেয়ে সন্ধার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন হরিরামপুর উপজেলার নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন। মুঠোফোনে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ইফতারের পরেই আমি ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগী শ্রমিকদের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ১০ কেজি আলু ৫ কেজি লবন এবং ৫ কেজি তেল বিতরণ করি।
এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছি এবং ভুক্তভোগীদের একটা মাদরাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার ট্রলারটি উদ্ধারের ব্যবস্থা করা হবে। ১৩ মে ২০২০ বিকাল আনুমানিক সাড়ে ৪ টায় ১৫জন শ্রমিক ও ৬৭০ মন ধানসহ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, কিশোরগঞ্জেরজয়বাংলা গ্রাম থেকে ৬৭০ মন ধান বোঝাই করে টাঙ্গাইল ভূয়াপুর যাওয়ার পথে তেল নেয়ার জন্য মানিকগন্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাটে নোঙ্গর করে। তেল নেয়া শেষে ফিরে যাওয়ার পথে বৈরি আবহাওয়া ও প্রবল স্রোতের কারনে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারটি ডুবে যাওয়ার সাথে সাথে স্থানীয় জনগন ডুবে যাওয়া ট্রলারের ১৫ জন শ্রমিককে উদ্ধারে এগিয়ে আসে এবং বয়রা ইউনিয়ন পরিষদ সদস্য খলিলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাৎক্ষনিক অবহিত করেন।