মিরর বাংলাদেশ : ভর্তির দুদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা ড. মনমোহন সিং। রবিবার রাতে বুকে ব্যথা অনুভব করায় তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার সেখান থেকে ছাড়পত্র পান তিনি।
হাসপাতালে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. নীতিশ নায়েকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল টিমের পর্যবেক্ষণে ছিলেন ৮৭ বছরের এই বর্ষীয়ান রাজনীতিক।
করোনাভাইরাস কেন্দ্রিক লকডাউনের আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন ভারতের দুবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।
তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে এইমস হাসপাতালেই একবার তার বাইপাস হার্ট সার্জারি হয়েছে। তার পর থেকেই দুর্বল হয়ে পড়েন কংগ্রেস দলীয় প্রবীণ এই রাজনীতিক।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা সত্ত্বেও লকডাউন পরবর্তী সময়ে রাজনীতিতে সচল ছিলেন মনমোহন। সম্প্রতি সোনিয়া গান্ধী ও কংগ্রস দলীয় মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি মোদি সরকারের সমালোচনায় সরব হন। প্রশ্ন তোলেন দেশের অর্থনীতি নিয়ে।