মিরর বাংলাদেশ : রাজধানীর মগবাজার এলাকার, পেয়ারাবাগ, চেয়ারম্যান গলি, মধুবাগ, বাটার গলি, নয়াটোলা, আম বাগান, ও সোনালী বাগ সহ একশত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে, ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী প্রদান করেছেন হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন ওঝা ও হাসি ফাউন্ডেশনের সকল সদস্যগণ। দশজন সোনামণিদের হাতে, ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনটির উদ্বোধন করেন প্রফেসর ডা: এ এস এম মনিরুল আলম ও নয়ন ওঝা, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস এর কারণে, শারীরিক ও সামাজিক দূরত্ব তা বজায় রেখে খন্ড খন্ড ভাবে ও বাসায় বাসায় গিয়ে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
হাসি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন ওঝা, দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যে, করোনা ভাইরাস যেমন একা একা পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রটেকশন নিয়ে থাকলে ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা যাবে না, নিজেকে রক্ষা করার জন্য পরিবার পরিবেশ ও সবাইকে সুরক্ষা দিতে হবে বা সচেতন হতে হবে, তবেই করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ হবে, তেমনি ঈদের আনন্দ ও খুশি নিজের পরিবারের সাথে করলে হবে না অসহায় ও দরিদ্র মানুষকে নিয়েই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে হবে তবেই আনন্দ ও খুশি সবার হৃদয় ছুঁয়ে যাবে বা ছড়িয়ে পড়বে এভাবেই একে অপরের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। হাসি ফাউন্ডেশন সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষদের পাশে থেকে কাজ করেন তাই দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা জানিয়েছেন ,হাসি ফাউন্ডেশন এরকম কার্য চালিয়ে নেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেছেন। যোগাযোগ: 01714823766.।