২০২০ সালের লক্ষীতারুন্য সম্মাননা পেলেন যারা

1184

মিরর বাংলাদেশ:  দেশে-বিদেশে লক্ষ্মীপুর জেলার মুখ উজ্জ্বল করছেন তারা ।  তাই লক্ষ্মীপুরের এমন ২০ অগ্রগামী তরুণ আর নব প্রজন্ম কে উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেয়া হয়েছে সম্মাননা এবং বিশেষ সনদ। তাদের জন্য এটা হবে লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষে দেয়া নোবেল।

শুক্রবার (৬মার্চ) বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এরকম একটি অনুষ্ঠানের উদ্ধোধন করেন, বিআরটিএ’র চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল।

‘তবু মাথা নোয়াবার নয়’ স্লোগানে ‘৩য় লক্ষ্মীতারুণ্য উৎসব’র আয়োজন করেছে জেলার তরুণ পেশাজীবীদের সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’।

২০২০ সালের সম্মাননা প্রাপ্তরা হলেন:

 এডভোকেট সেলিনা আক্তার : প্রথম নারী গভর্নমেন্ট প্লিডার ও রত্নগর্ভা মা, আজীবন সম্মাননা।

১। মোঃ নাসির উদ্দিন জুয়েল, সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রনালয়।

২। মো. ফজলে রাব্বী, মেজর

৩। তাসলিমা আক্তার ইউএনও

৪। এমদাদ হোসাইন, সহকারী জজ।

৫। খালেদ সাইফুল্লাহ, সহকারী পুলিশ সুপার

৬। রাসনা সারমিন মিথি, নির্বাহী ম্যাজিষ্টেট যশোর

৭। শাহ আরমান আহমেদ রাসেল, সহকারী পরিচালক এনএসআই

৮। একিউএম সালাহ উদ্দিন পাঠান,  লেকচারার নোবিপ্রবি, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থী

৯। কামরুল হাসান অপু সিনিয়র মেডিক্যাল অফিসার বাংলাদেশ নেভাল একাডেমি

১০। নাজমুন নাহার সোহাগী বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী।

১১। হাসান মাহমুদ, ক্রিকেটার, জাতীয় ক্রিকেট দল।

১২। পুনম পাটোয়ারি প্রযোজক ও পরিচালক হলিউড

১৩। মো. আরিফ রায়হান মাহি, আইভিএলপি সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস

১৪। শাহরিয়ার আলম মার্সেল মিউজিক কম্পোজার ও সঙ্গীত শিল্পী

১৫। আসিয়া নীলা, প্রতিষ্ঠাতা উইম্যান ইন ডিজিটাল

১৬। মাবরুর রশিদ বান্নাহ, নাট্য নির্মাতা

১৭। শাওন মজুমদার, মীরাক্কেল তারকা

১৮। জনি হোসেন কাব্য, তরুণ ছড়াকার

১৯। প্রিয়াম অর্চি, মডেল ও অভিনেত্রী

২০। পীযুষ মজুমদার, তরুণ উদ্যোক্তা

অনুষ্ঠানের বিশেষ অতিথি:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান, দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক শামীম ইকবাল, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মুহাম্মদ কামরুল হাসান, ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী, সিনিয়র সহকারী কমিশনার অহিদুজ্জমান নূর জয়, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম পলাশ, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ইকোনমিস্ট গোলাম মোর্তজা, রিহ্যাবের পরিচালক শাহাদাত হোসেন, ব্রাভাত বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মোস্তফা চৌধুরী, নাফি গ্রুপের চেয়ারম্যান জিয়াউল হক মোহন, কাদের অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান কাদের মো. হেলালসহ আরো অনেকে।