মিরর বাংলাদেশ : টানা ২০ দিন পর জনসমক্ষে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এমনটাই দাবি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের। তবে গণমাধ্যমটি কোন ছবি বা ভিডিও প্রকাশ করেনি বা করতে পারেনি। এতে করে কিমকে ঘিরে সন্দেহ বা গুজবের অবসান হলো না।
দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে বলা হয়, ফিতা কেটে দেশটির একটি সার কারখানার উদ্বোধন করেন কিম জং উন। এ সময় তার বোন কিম ইয়ো জংসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
কেসিএনএ এর বরাতে প্রতিবেদন প্রকাশ করলেও তথ্যটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে নিজেদের এক প্রতিবেদনে জানায় বিবিসি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে এমন প্রতিবেদন প্রকাশ করা হলেও সেখানে কোন ছবি বা ভিডিও না থাকায় সন্দেহ রয়েছে এখনও।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করা হলে, এখনই কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে সর্বশেষ ১২ এপ্রিল জনসমক্ষে দেখা গিয়েছিল কিম জং উন-কে। এরপর থেকে শারীরিক অসুস্থতায় জনসমক্ষে আসেননি তিনি। এমনকি তার দাদা কিম সুং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না ৩৬ বছর বয়সী এই নেতা। অথচ এটিকে দেশটির অন্যতম জাতীয় উৎসব হিসেবে মনে করা হয়।
প্রেক্ষাপট এমনই দাঁড়ায় যে, কিম জং উন মারা গিয়েছেন বলেও খবর চাউর হতে থাকে।