অন্তবর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার

158

মিরর বাংলাদেশ : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাত ৮টায় এই সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলেও তিনি জানান। বুধবার (৭ আগস্ট) সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, স্টুডেন্টরা চমৎকার কাজ করছেন। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তারা ট্রাফিক নিয়ে কাজ করছেন। বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদের অনুরোধ করবো যেন তারা এই ভালো কাজগুলো চালিয়ে যান। ঢাকার বিভিন্ন পয়েন্টে যে সকল লুটতরাজ ও অপরাধ সংগঠিত হচ্ছে ওইগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা সেই কাজও করছে। আমি নিশ্চিত সবাইকে নিয়ে একটা সুন্দর, অবাধ ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবো।

সেনাপ্রধান বলেন, আপনারা দেখছেন আমার সঙ্গে আরও দুই বাহিনী প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ডক্টর ইউনুসের কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হবে।

ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা জানেন যে আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের প্রধান ড. ইউনুসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনুসকে। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে (বৃহস্পতিবার) আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাবো। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন।

সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করবো কোনো গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে যে গুজব রচনা করা হচ্ছে সেগুলোতে আপনারা কান দেবেন না। কাউকে নিশ্চিত না হয়ে কোনো খবর দেওয়া থেকে বিরত থাকবেন।

পুলিশের পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তারা যেন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। সবশেষ আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী জনগণের সঙ্গে আছে। আমরা কাজ করে যাবো। সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো। আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সাহায্য-সহযোগিতা করবেন। সংবাদ মাধ্যম খুব দায়িত্বশীল ভাবে খবর পরিবেশন করছে। এরজন্য আপনাদের অভিবাদন জানাই।অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ : সেনা প্রধান
স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত ৮টায় হওয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তবর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।
রাজধানীসহ সারাদেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি। সেনাপ্রধান বলেন, ছাত্ররা আমাদের সাহায্য করছে। গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, স্টুডেন্টরা চমৎকার কাজ করছেন। রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না। তারা ট্রাফিক নিয়ে কাজ করছেন। বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদের অনুরোধ করবো যেন তারা এই ভালো কাজগুলো চালিয়ে যান। ঢাকার বিভিন্ন পয়েন্টে যে সকল লুটতরাজ ও অপরাধ সংগঠিত হচ্ছে ওইগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা সেই কাজও করছে। আমি নিশ্চিত সবাইকে নিয়ে একটা সুন্দর, অবাধ ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারবো।
সেনাপ্রধান বলেন, আপনারা দেখছেন আমার সঙ্গে আরও দুই বাহিনী প্রধান আছেন। আমরা একসঙ্গে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার সঙ্গে ডক্টর ইউনুসের কথা হয়েছে। ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদের একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সমর্থ হবেন। আমরা এ থেকে উপকৃত হবে।
ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা জানেন যে আমরা অন্তর্র্বতীকালীন গভর্নমেন্টের প্রধান ড. ইউনুসকে নির্বাচন করেছি অনেক আলোচনা করে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমরা আলোচনা করেছি। আলোচনা করে সর্বসম্মতভাবে সম্মত হয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি ড. ইউনুসকে। তিনি আমাদের এখন চিফ অ্যাডভাইজার। উনি কালকে (বৃহস্পতিবার) আসবেন। দুপুরে এসে উনি পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাবো। আমরা ওনাকে সর্বোত্তমভাবে সহায়তা করব। আমরা আর্মি চিফ, নেভি চিফ রয়েছি। আমি নিশ্চিত উনি সব রাজনৈতিক দল ও সবার কাছ থেকে সাহায্য পাবেন। ছাত্রদের থেকেও সাহায্য পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে কাজ করবেন।
সেনাপ্রধান বলেন, অনেক ধরনের গুজব চলছে। আমি জনগণকে আহ্বান করবো কোনো গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী নিয়ে যে গুজব রচনা করা হচ্ছে সেগুলোতে আপনারা কান দেবেন না। কাউকে নিশ্চিত না হয়ে কোনো খবর দেওয়া থেকে বিরত থাকবেন।
পুলিশের পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে সেনাপ্রধান বলেন, তারা যেন ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। সবশেষ আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী জনগণের সঙ্গে আছে। আমরা কাজ করে যাবো। সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো। আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সাহায্য-সহযোগিতা করবেন। সংবাদ মাধ্যম খুব দায়িত্বশীল ভাবে খবর পরিবেশন করছে। এরজন্য আপনাদের অভিবাদন জানাই।