অসহায় মানুষের পাশে দাঁড়ান : সভাপতি, ফতুল্লা প্রেসক্লাব

351

মিরর বাংলাদেশ : ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ও ফতুল্লা বøাড ডোনার্সের উপদেষ্টা আবদুর রহিম বলেছেন, অসহায় এবং শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রযোজন। সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুসের পাশে থাকেন তা হলে এসময় থেকে দারিদ্রতা চলে যাবে। শনিবার বিকেলে দাপা শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে ফতুল্লা বøাড ডোনার্সের উদ্যোগে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লঅবের সাধারণ সম্পাদক নিয়াজ মো: মাসুম, ফতুল্লা বøাড ডোনার্সে সভাপতি আশরাফুল ইসলাম তকির, সাধারণ সম্পাদক ইনিয়াজার এস এম সানি,সহ-সভাপতি মো: রাব্বি,অপু, বাবু,রাসেল মাহমুদ প্রমুখ। ফতুল্লা বøাড ডোনার্সের উদ্যোগে ধারাবাহিক ভাবে শীত বস্ত্র বিতরণ চলছে।