* কাকরাইল দলীয় কার্যালয় ভাংচুর অগ্নিসংযোগ
* জাপা নিষিদ্ধের আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে : অ্যাটর্ণি জেনারেল
* জিএম কাদেরের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন, গ্রেফতার দাবি
মিরর বাংলাদেশ : দেশের রাজনীতির মাঠে আওয়ামীলীগের অন্যতম দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির ভবিষ্যত কোন দিকে যাচ্ছে তা নিয়ে ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠে । বিগত দিনে জাপার সহাযোগিতায় ফ্যাসিবাদী হয়ে উঠে আওয়ামী। বিশেষ করে ভোট বিহীন নির্বাচনের আয়োজন আওয়ামীগকে পুরোপুরো সহযোগিতা করে এরশাদের দল জাপা।
গত বছরের ৫ আগষ্ট আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা দলবল নিয়ে পালিয়ে যাওয়ার পর অনেকটা গর্তে চলে যায় তাদের দোসর জাতীয় পার্টি। কিন্তু শুক্রবার রাতে এনসিপি সভাপতি নুরুল হক নুরুকে বর্ববরতম হামলার চালিয়ে রক্তাক্ত করার ঘটনায় নুতন করে জাতীয় পার্টির ফ্যাসিবাদ সামনে চলে ্আসে। ফলে রাজনীতির মাঠে ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টি নিষেদ্ধের দাবী উঠেছে বিভিণ্ন মহল থেকে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখছেন অ্যার্টনি জেনারেল। এছাড়া গতকাল শনিবার সন্ধায় বিক্ষুদ্ধ জনতা জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় , ভাংচুর চালায়।
খোজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার সন্ধায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এর আগে রাজধানীর কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার পর তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।
জাপা নিষিদ্ধের আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে : অ্যাটর্নি জেনারেল
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠছে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না? সাংবাদিকদের এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা বিরোধিতা করেছেন, তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই করছে। জাতীয় পার্টি ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা রক্ত নিয়ে খেলছে। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এভাবে তারা তাদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। এ কারণে যে দাবি উঠেছে, তার আইনগত দিক যাচাই-বাছাই করে কী করা যায়, তা আমি দেখব।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, মব সৃষ্টি প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী যে কাজ করতে পারছে না, তা আমি বলব না। যেখানেই মবের মতো ঘটনা ঘটছে, তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ করা হচ্ছে। মানুষের মধ্যে ১৭ বছরের যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ যেভাবে হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। কিন্তু, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার।
কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। তাহলে কি জিএম গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে আশপাশে।
তবে পুলিশ বলেছে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এদিন রাতে জাতীয় পার্টির কাকরাইল অফিস ঘেরাও কর্মসূচি দেয় দলটি। সেখানে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে আইনশৃঙ্খবাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে। এতে নুর, রাশেদ, সম্রাটসহ অনেকে গুরুতর আহত হন।
এদিকে উত্তরায় জিএম কাদেরের বাসভবন ঘিরে আশপাশে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তারা জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরই মধ্যে, উপস্থিত সবাই জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করার প্রস্তুতি নিচ্ছে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম বলেন, ‘সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে এমন কোনো বিষয় নেই।
উত্তরা বিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘সেখানে জুলাই আন্দোলনে আহত এবং গণঅধিকার পরিষদের অনেকে জড়ো হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে ওই বাড়িতে জিএম কাদের নেই। বাড়িটি ভাঙচুর বা কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে হয় একারণে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ।’
কাদেরকে গ্রেপ্তারে আল্টিমেটাম
সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ)। শনিবার জিএম কাদেরের উত্তরার বাসভবনের সামনে তার কুশপুত্তলিকা দাহ এবং জরুরি সাংবাদিক সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি দাবি তোলেন সংগঠনটির মুখপাত্র ফানতাসির মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টি পরপর তিনটি নির্বাচনকে যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে, অতি দ্রুত তদন্তের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে।
ফানতাসির মাহমুদ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।
জাপাকে নিষিদ্ধের দাবীতে আলটিমেটাম
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এই দাবিগুলো ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করে তাদের ঘোষিত দাবিগুলো হলো, ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে। হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
দাবিগুলো ঘোষণার পর রাশেদ খান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।
জাপার বিবৃতি :
বর্তমান অন্তর্বর্তী সরকার দেশবাসীর প্রত্যাশা পূরণে শতভাগ ব্যর্থ এবং জনগণ তাদের আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। অবিলম্বে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাপা মহাসচিব একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি আহ্বান জানিয়েছেন- প্রয়োজনে তিনি যেন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান জাপা মহাসচিব
নুরের জন্য দোয়ার আয়োজন করবে জাপা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতায় পার্টি অফিসে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জাপা মহাসচিব এ মন্তব্য কর
শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা নামাজ পড়ে দোয়া করব গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যেন সুস্থ হয়ে ওঠেন। জাতীয় পার্টি কোনো দল বা কারো দালালি করে না, বাংলাদেশের দালালি করে। জাতীয় পার্টিকে দোসর বানানোর রাজনীতিতে গণতন্ত্র হোঁচট খাচ্ছে।’