মিরর বাংলাদেশ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র, অরাজনৈতিক ব্যাক্তিত্ব আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জানুয়ারী ২০২১) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীরমুক্তিযোদ্বা ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন।বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড.রফিক শিকদার।
বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য রুহুল আমিন।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন।সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাজু।
প্রধান বক্তা আব্দুস সালাম বলেন,আরাফাত রহমান কোকো একজন অরাজনৈতিক ব্যক্তি হয়েও শুধু রাজনৈতিক কারণে, ওয়ান ইলেভেন সরকারের পরিকল্পিত অত্যাচার,জুলুম এবং নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরন করেন।তিনি ছিলেন খুবই সাধারন মানের এবং নিঃঅহংকার শান্ত প্রকৃতির একজন যুবক।আমি তার রূহের মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।
বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা এবিএম মোশারফ বলেন,টানা তিন শাসনামলে ও অত্যাচারী এ সরকার ভোটে জনগনের মুখোমুখি হতে ভয় পায়। যদি তাই না হবে তাহলে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিন্ন কৌশলে বন্দী করে রেখেছে? কারন শেখ হাসিনা জানে,নির্বাচনে খালেদা জিয়াকে হারানো সম্ভব না।তাই নিত্য নতুন অপকৌশলে জিয়া পরিবারকে দাবিয়ে রাখতে।
কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রুহুল আমিন বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র মৃত্যু এ দেশের মানুষ স্বাভাবিক ভাবে নেয়নি। কোকো তুমি ছিলে হৃদয়,আছো হৃদয়ে, থাকবে হৃদয়ে,যার প্রমান কোকো’র নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতি।