মিরর বাংলাদেশ : ফতুল্লার দেলপাড়া ঐতিহ্যবাহি পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: তালেব হোসেন মোল্লা আর নেই। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার বিকেল রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। এর আগে দেলপাড়া বাজার সংলগ্ন নিজ বাসভবন থেকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার নামাজে জানাজা মঙ্গলবার রাত ১০ টায় দেলপাড়া কেন্দ্রীয় ইদগা ও কবরস্থানের মাঠে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দেলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রেসিডেন্ট গোল্ড মেডেল প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক মৌলভী আফির উদ্দিন মাষ্টারের প্রথম ছেলে :আলহাজ্ব মোঃ তালেব হোসেন। তিনি পাকিস্তান পিরিয়ডে ক্যামব্রীজ ইউনিভার্সিটি ( লন্ডন ) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন সরকারি স্কলার সীপে, করাচিতে পাকিস্তান এয়ার ফোর্সে ছিলেন ইঞ্জিনিয়ার হিসাবে, পরবর্তীতে ইরান সৌদি আরব সিঙ্গাপুরে ছিলেন কর্মসূত্রে সিমেন্স কোম্পানিতে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবেও দীর্ঘ দিন কাজ করেছেন।