ইসলামী ব্যাংকের সাবেক ইভিপি এম এ আউয়ালের ইন্তিকাল

236

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট খুলনা জোনের সম্মানিত পরিচালক জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ পূর্ব থানার প্রবীণ রোকন আলহাজ্ব এম, এ আউয়াল বুধবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের খানপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন ।
এম, এ আউয়াল মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ এবং নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার। নেতৃবৃন্দ বলেন, এম এআউয়াল ছিলেন একাধারে ইসলামী অর্থনীতির অন্যতম প্রাণপুরুষ ও ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দানের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি