উৎসব পরিবহনের সিইও হলেন এজাজ কোরেশী

269

মিরর বাংলাদেশ :
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে চলাচলরত উৎসব পরিবহনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উৎসব পরিবহনের ব্যবসায়ীক অংশীদার এজাজ কোরেশী। উৎসব গ্রুপ অব কোম্পানীজ’র ব্যবস্থাপনা পরিচালক শিরিন পারভীন নাজমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বুধবার এই তথ্য জানানো হয়েছে। একই সাথে তাকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে জনাব এজাজ কোরেশীকে অভিনন্দন

বিবৃতিতে জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও উৎসব পরিবহনের ব্যবসায়ীক অংশীদার এজাজ কোরেশী উৎসব পরিবহন’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিযুক্ত হওয়ায়, তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আমি তার সর্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করছি। আশা করছি আপনার নেতৃত্বে উৎসব পরিবহন ঢাকা-নারায়ণগঞ্জের চলাচলরত যাত্রীদের একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ ভ্রমন নিশ্চিত করবে।

উল্লেখ্য, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের বৈধ পরিবহন কোম্পানী উৎসব পরিবহন গত ২০ বছর যাবৎ যাত্রীসেবায় নিয়োজিত আছে, উৎসব পরিবহনের রোড নং এ২৩৬, অনুমোদিত গাড়ীর সংখ্যা ৫০টি। গত ২৭ মার্চ আলোচিত এই কোম্পানীটি নতুনকরে উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য এ.কে.এম. নাসিম ওসমানের সহধর্মীনী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম পারভীন ওসমান, অচিরেই এই রোডে উৎসব পরিবহনের গাড়ী বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।