ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট : চ্যাম্পিয়ন দৈনিক ইনকিলাব

274

মিরর বাংলাদেশ :
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩’-এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) জমজমাট ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন চ্যানেল আইকে টাইব্রেকারে ০-০ (৩-১) গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করে দলটি।
শিরোপার মঞ্চে নামার আগে সেমিফাইনাল পরীক্ষায় নামতে হয় উভয় দলকেই। সেখানে এটিএন নিউজকে ০-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যানেল আই এবং অপর সেমিফাইনালে দীপ্ত টিভিকে ০-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় ইনকিলাব। আজ দিনের প্রথম সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন চ্যানেল আইয়ের মাসুম, পান্থ, রাহুল, নিলাদ্রিরা। এটিএন নিউজকে কোনো পাত্তা না দিয়েই রাহুলের জোড়া গোলে ফাইনালে উঠে আসে দলটি। অপরদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে দীপ্ত টিভির বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইনকিলাবের খেলোয়াড়দের।
যদিও ফারুক হোসেনের গোলে ম্যাচের শুরুতে ১-০ গোলের লিড নেয় ইনকিলাব। তবে গোল পরিশোধে মুহুর্মুহ আক্রমণ চালায় দীপ্ত টিভিও। কিন্তু ইনকিলাবের গোলরক্ষক মাসুদ মোস্তাহিদের দৃঢ়তায় নিজেদের ১-০ গোলের লিড ধরে রেখে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেন মাইনুল হাসান সোহেল, শাখাওয়াত হোসেন, মাসুদ, জাহেদ খোকন, রফিকদের নিয়ে গড়া দলটি। এবারের আসরে শুরু থেকে দুর্দান্ত খেলা চ্যানেল আইকে ফাইনালে অবশ্য সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ইনকিলাবের জমাট রক্ষণ বার বার হতাশ করেছে চ্যানেল আইয়ের খেলোয়াড়দের। ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা পুরস্কার জিতে নেন ইনকিলাবের ফারুক হোসেন। টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠেছে চ্যানেল আইয়ের রাহুল রায়ের হাতে। তবে বাংলাভিশনের ইমরুল কায়েস ও চ্যানেল আইয়ের রাহুল রায়ের সমান ৮টি করে গোল থাকায় জুড়িদের বিচারে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রাহুল রায় ও ইমরুল কায়েস। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন ইনকিলাবের অতিথি খেলোয়াড় মাসুদ মোস্তাহিদ।
দারুণ উপভোগ্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা, চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। ডিআরইউ-এর ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ যুগ্ম সম্পাদক মঈনুল আহসান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নারী সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, ও কার্যনির্বাহী সদস্য ইসমাঈল হোসাইন রাসেল।
দেশের ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে এবারের ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সেখান থেকে দারুণ লড়াই করে ফাইনালে জায়গা করে নেয় আসরের সেরা দুই দল ইনকিলাব এবং চ্যানেল আই।