ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে ইসরাত সুলতানা।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলমকে রাজধানীর একটি হাসপাতালে লাইফসাপোর্টে নেয়া হয়। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভেন্টিলেশনে নেয়া হয়।
৬ জুলাই অসুস্থতা নিয়ে তিনি প্রথম এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার করোনা ধরা পড়ে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি চলে যান। পরে তাঁর করোনা নেগেটিভ ফলাফল আসে। এ অবস্থায় গত ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।