করোনা দুর্যোগে রায়পুরের একজন মানবিক নেতা মারুফ বিন জাকারিয়া

ছবি:অসহায় মানুষের জন্য এভাবেই ত্রাণ নিয়ে ছুটছেন মারুফ বিন জাকারিয়া কামাল উদ্দিন সুমন : কাক ডাকা ভোর থেকে গভীর রাত। ছুটে চলেছেন তিনি। অন্তরে সততা আরে কাঁধে দায়বদ্ধতা। এ বাড়ি থেকে ওই বাড়ি। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড। এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন। কখনো পায়ে হেঁটে আবার কখনো মোটর সাইকেলে করে। খাবার সামগ্রী নিজেই বহন … Continue reading করোনা দুর্যোগে রায়পুরের একজন মানবিক নেতা মারুফ বিন জাকারিয়া