করোনা সচেতনতায় সিদ্ধিরগঞ্জে পুলিশের কর্মসূচি পালন

472

রিপন মাহমুদ আকাশ নারায়ণগঞ্জ
মাস্ক পড়ার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ। এই শ্লোগান নিয়ে পুলিশের করোনা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া বাজার এলাকায় কর্মসূচিটি পালিত হয়। এসময় সাধারণ মানুষদের করোনা থেকে বাঁচতে হলে করোনীয় কি সেই বিষয়ে আলোচনা করা হয়। পরে সচেতনামূলক একটি র‌্যালি করা হয়। র‌্যালির পরে আদামজী সোনামিয়া বাজার এলকার দোকানদার ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানে সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরিফ আহমেদ, উপ-পরিদর্শক হানিফ, উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন, উপ-পরিদর্শক নূরে আলমসহ থানার সকল পুলিশ সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, করোনা একটি প্রাণঘাতি ভাইরাস। তবে যদি একটু সচেতনতা অবলম্বন করা যায় তাহলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। বাহিরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক। বাহিরে থাকলে সম্ভব হলে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। বাহির থেকে বাসায় ফিরলে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। কাজ ছাড়া বাড়ির বাইরে না থাকা। সচেতনাই করোন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়। অসচেতন হলে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাই সচেতনার মাধ্যমে করোনাকে প্রতিহত করতে হবে।