কাউন্সিলর খোরশেদকে বিদেশ যেতে বাঁধা

211

মিরর প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক কাউন্সিলর করোনা হিরো মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে স্ত্রীসহ বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে যাবার কথা থাকলেও সেটি পারেননি তিনি।

শুক্রবার রাত সাড়ে ৯টায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা ছিল তার। তবে রাজনৈতিক মামলা থাকায় তাকে এই মুহুর্তে দেশের বাইরে যেতে দেয়া হয়নি।

বিষয়টি নিশ্চিত করে খোরশেদ  জানান, এটি অমানবিক। আমার স্ত্রীর জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেয়া ছিল। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানির লক্ষে শুক্রবার আমাকে চিকিৎসা সেবার জন্য বাইরে যেতে দেয়া হয়নি।