মিরর বাংলাদেশ : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নব নির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিকদের একমাত্র সংগঠন জবি মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা ক্র্যাব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক, সহসভাপতি নিত্য গোপাল তুতু,সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, অর্থ সম্পাদক এমদাদ খান, দফতর সম্পাদক ইসমাইল হোসেন ইমু, আন্তর্জাতিক সম্পাদক রুদ্র রাসেল,ক্রীড়া সম্পাদক সাইফ বাবলু প্রমুখ।
জবি মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আকতার হোসেন, সিনিয়র সহ সভাপতি মিজান রহমান,সহ সভাপতি রাশিম মোল্লা,সাধারণ সম্পাদক এস কে রেজা পারভেজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জোনায়েদ শিশির, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম রাজি,সাংগঠনিক সম্পাদক সোলায়মান সালমান, আন্তর্জাতিক সম্পাদক আসাদ রহমান,তথ্য প্রযুক্তি সম্পাদক হাসান জাবেদ,। এছাড়া কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন সুমন, আবদুল হাই তুহিন,আউয়াল চৌধুরী, জাকির হোসেন, সদস্য এইচ এম রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।