গাজী গিয়াস উদ্দিনের কবিতা ‘কদাচিত‘

288
কদাচিত আমাদের সম্পর্ক ব্যঙ্গময় হয়
তিক্ততায় বাঙময়,
তবু অভিন্ন আত্মায় সিক্ত হই।
জগতের দ্বন্দ্বময় মিথস্ক্রিয়া
জনে জনে ছোঁয়,
অঙ্গে মাখি সুবর্ণ হাসিকান্না।
বিপুল আবেগধারা
অশেষ সংবেদনশীল
অমৃত অতৃপ্ত রাগিণী চুনিপান্না!
আমাদের ক্লান্তি অক্লান্তির
সংকেত খুঁজে পাইনা আমরা,
খুঁজে পাইনা কান্নার অকারণ।